বিস্তারিত
প্রাকৃতিক লীলাভুমি সমূদ্র সৈকত কুয়াকাটার সন্নিকটে ডালবুগঞ্জ ইউনিয়নের অবস্থান । এছাড়া রয়েছে পথে ঘাটে নয়নাভিরাম অপরুপ সৌন্দর্য । ডালবুগঞ্জ ইউনিয়ন একটি ঐতিহ্যবাহী ইউনিয়ন। ইউনিয়নের মোট জনসংখ্যার অর্ধেকের বেশিলোক কৃষি কাজে নিয়োজিত। ডালবুগঞ্জ এলাকার শত শত লোক সমূদ্রে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করে থাকে। গঙ্গমতির চর এবং কুয়াকাটা সমূদ্র সৈকত ডালবুগঞ্জ ইউনিয়নের সন্নিকটে অবস্থিত। ডালবুগঞ্জ ইউনিয়নটি ৩দ্বীপ বিশিষ্ট একটি ইউনিয়ন।ইউনিয়নিট ইতিপূর্বে মহিপুর ইউনিয়েনর সংগে সংযুক্ত ছিল। বছেরর শুস্ক মৌসুমে ডাল ,তরমুজ এর চাষ হয়ে থাকে। এছাড়াও এখানে প্রচুর ধান জন্মিয়া থাকে। ডালবুগঞ্জ ইউনিয়নের চর্তুদিকে রয়েছে অসংখ্য নদীনালা খাল বিল।